তামাশা-সময়ের-সঙ্গে-তাল-মিলিয়ে-চলা-এক-শিল্প

Satara, Maharashtra

Apr 06, 2018

তামাশা: সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা এক শিল্প

প্রযুক্তিগত বিবর্তন এবং দর্শকদের রুচিতে পরিবর্তন, বিনোদনের জগতে প্রদর্শন শিল্পের ক্রমাগত স্থান সংকোচন ইত্যাদি বিভিন্ন কারণ তামাশা শিল্প রীতিটির উপর প্রভাব ফেলেছে। তামাশা দলগুলির অভিজ্ঞ, প্রবীণ মালিকদের মধ্যে এই বিষয়ে মিশ্র অনুভূতি রয়েছে – একদিকে, রত্নাগিরি জেলার রঘুবীর খেদকর মনে করেন যে তামাশা শিল্প সংকটের সম্মুখীন, অন্যদিকে, সাতারা জেলার মঙ্গলা বানসোডের বিশ্বাস যে তাঁদের এই শিল্প বেঁচে থাকবে

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Shatakshi Gawade and Vinaya Kurtkoti

বিনয় কুর্তকোটি পেশায় একজন কপি এডিটর এবং পুণে শহর নিবাসী, স্বাধীনভাবে কর্মরত একজন সাংবাদিক। তিনি শিল্প এবং সংস্কৃতি বিষয়ে লেখালিখি করেন। শতক্ষী গাওয়াডে পুণে শহর নিবাসী, স্বাধীনভাবে কর্মরত একজন সাংবাদিক। তিনি পরিবেশ, নাগরিক অধিকার এবং সংস্কৃতি বিষয়ে লেখালিখি করেন।

Translator

Smita Khator

স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।