তিব্বত মালভূমির চাংথাঙ্গি ছাগল থেকে শ্রীনগরের দোকান অবধি পশমিনা শালের যাত্রা সম্ভব হয়ে ওঠে অনেকের প্রচেষ্টায় – তাঁদের মধ্যে আছেন পশুপালক, পাইকারি ব্যবসায়ী, সুতো কাটুনি, রঞ্জনকারী, নক্সাকার, সূচিশিল্পী ও শিল্পদ্যোগী
প্রবীর মিত্র পেশায় চিকিৎসক এবং ইংল্যান্ডের লন্ডনস্থিত দ্য রয়েল কলেজ অফ ফিজিসিয়ানস-এর ফেলো। তিনি রয়েল ফোটোগ্রাফিক সোস্যাইটির সঙ্গে যুক্ত এবং গ্রাম ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে দস্তাবেজী আলোকচিত্র তুলতে উৎসাহী।
Translator
Chilka
চিলকা কলকাতার বাসন্তী দেবী কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক। তাঁর গবেষণার বিশেষ ক্ষেত্রটি হল গণমাধ্যম ও সামাজিক লিঙ্গ।