‘সেদিন দেশ গড়তে ভোট দিয়েছিলাম…আজ দিচ্ছি দেশ বাঁচাতে’
ভারতের প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছিলেন ৯২ বছরের খাজা মইনুদ্দিন; ২০২৪ লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। আমাদের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বললেন মহারাষ্ট্রের বীড শহরবাসী নবতিপর মানুষটি
২০১৭ সালের পারি ফেলো পার্থ এম. এন. বর্তমানে স্বতন্ত্র সাংবাদিক হিসেবে ভারতের বিভিন্ন অনলাইন সংবাদ পোর্টালের জন্য প্রতিবেদন লেখেন। ক্রিকেট এবং ভ্রমণ - এই দুটো তাঁর খুব পছন্দের বিষয়।
Editor
Priti David
প্রীতি ডেভিড পারি-র কার্যনির্বাহী সম্পাদক। তিনি জঙ্গল, আদিবাসী জীবন, এবং জীবিকাসন্ধান বিষয়ে লেখেন। প্রীতি পারি-র শিক্ষা বিভাগের পুরোভাগে আছেন, এবং নানা স্কুল-কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে শ্রেণিকক্ষ ও পাঠক্রমে গ্রামীণ জীবন ও সমস্যা তুলে আনার কাজ করেন।
Translator
Dyuti Mukherjee
দ্যুতি মুখার্জী কলকাতা নিবাসী অনুবাদক এবং প্রকাশনা ক্ষেত্রে কর্মরত একজন পেশাদার কর্মী।