পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র প্রতিষ্ঠাতা সম্পাদক পি.সাইনাথ এই ভিডিওটির মাধ্যমে খরা মূল্যায়নের ক্ষেত্রে প্রযোজ্য নতুন মাপকাঠির প্রকৃত অর্থ তুলে ধরেছেন। এই নতুন মূল্যায়নের ফলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবেন
পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।
Translator
Rituparna Hazra
ঋতুপর্ণা হাজরা গণিত এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে শিক্ষালাভ করেছেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতে প্রশিক্ষিত ঋতুপর্ণা নানান বিষয়ে লেখালিখি করতে ভালোবাসেন।