আরে জনপদের আদিবাসী সমাজ: ‘তারপর খোয়া গেল আমাদের ভিটেমাটি’
একসময়ে উত্তর মুম্বাইয়ের ৩২০০ একর জুড়ে বিস্তৃত আরে ভূভাগে ছিল ২৭টি আদিবাসী জনপদ। কিন্তু, বিগত কয়েক বছরে দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং একটি ‘ফিল্ম সিটি’ জাতীয় বেশ কয়েকটি প্রকল্প এই জমির বড়ো অংশ গিলে নিয়েছে। সাম্প্রতিকতম দাবিদার মুম্বই মেট্রোর কারশেড নির্মাণ প্রকল্প, যার জন্য সদ্য ২৬০০-এরও বেশি গাছ কাটা পড়ছে। এরই পাশাপাশি চলেছে আইনি লড়াই। এসবের মধ্যে অসংখ্য আদিবাসীদের ভিটেমাটি ধুলিসাৎ হয়ে গেছে, তাঁদের কৃষিজমি ছিনিয়ে নেওয়া হয়েছে, ধ্বংস হয়েছে তাঁদের জীবন-জীবিকা। এর বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন, মিছিল তথা সমাবেশের আয়োজন করেছেন, বিষয়টি নিয়ে আদালতে আবেদন দাখিল করেছেন। এই পডকাস্টে প্রতিবাদীদের একজন বলেছেন, ‘মেট্রোর দাবিতে কিন্তু একটি মিছিলও হয়নি!’
কথা হালদার মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে ওপেন কোয়ান্টাম সিস্টেম বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। লেখালিখি, ছবি আঁকা, গান গাওয়া আর ক্লাসিকাল গিটার বাজানো তাঁর পছন্দের কাজ। গ্রামীণ পরিসরে শিশু ও মহিলাদের মধ্যে তিনি স্বাস্থ্য এবং ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে কাজ করতে আগ্রহী।
See more stories
Author
Aayna
আয়না পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র একজন দৃশ্যমাধ্যম-নির্ভর কথক তথা আলোকচিত্রী।