ছত্তিশগড়ের রামনামী জনগোষ্ঠীর মানুষেরা জাতি পরিচয়ে আদতে ছিলেন দলিত, কিন্তু তাঁরা তাঁদের সেই জাতি পরিচয়কে পরিত্যাগ করে ভক্তিবাদের পথে অগ্রসর হন। তাঁদের বিশিষ্টতা নিহিত আছে পৃথক ধরনের উল্কি এবং সাংস্কৃতিক আচারের মধ্যে, কিন্তু তাঁদের নতুন প্রজন্ম ক্রমশ এইসব প্রথা থেকে দূরে সরে যাচ্ছে
কলকাতার বাসিন্দা জয়দীপ মিত্র স্বাধীনভাবে কর্মরত ফ্রিল্যান্স ফটোগ্রাফার, তিনি সারা দেশের মানুষ, মেলা ও উত্সব ইত্যাদির ছবি তোলেন তথা ডকুমেন্ট করেন। তাঁর কাজ ‘জেটউইংস’, ‘আউটলুক ট্র্যাভেলার’ এবং ‘ইন্ডিয়া টুডে ট্র্যাভেল প্লাস’ সহ নানান পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।