যেসব এলাকাগুলি বিপজ্জনক হটস্পট বলে চিহ্নিত সেগুলি নিজেদের পরিস্থিতি বুঝে বাজারহাটের ব্যবস্থা করে নিয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ব্যবসায়ীরা অস্থায়ী বাজার বসিয়ে আনাজপত্র ও টাটকা ফসল জোগান দিচ্ছেন
সৌম্যব্রত রায় পশ্চিমবঙ্গের তেহট্ট ভিত্তিক স্বতন্ত্র চিত্রসাংবাদিক। বেলুড় মঠের অধীন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে (কলকাতা বিশ্বাবিদ্যালয়) তিনি ফোটোগ্রাফিতে ডিপ্লোমা অর্জন করেছেন।
Translator
Mahua Maharana
মহুয়া মহারানা দুই দশকের বেশি সময় একটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার পর এক দশক সমজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে স্বামী ও পোষ্য সারমেয়র সঙ্গে অবসর জীবন অতিবাহিত করছেন। বইপত্র পড়া, সলিটেয়ার গেমস খেলা, অনুবাদ ও কন্টেট লেখার কাজ নিয়ে মহুয়া ব্যস্ত থাকেন।