২৫শে এপ্রিল শেষ হল তামিলনাড়ুর কূভাগাম উত্সব। প্রতিবারের মতো যোগ দিয়েছিলেন অসংখ্য ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মানুষ। সামাজিক বৈষম্য, অবমাননার তোয়াক্কা না করে উৎসবের দিনগুলিতে তাঁরা মেতে ওঠেন; তাঁদের গান, নাচ, কান্না এবং প্রার্থনায় মুখর হয়ে ওঠে উৎসব
ঋতায়ন মুখার্জি কলকাতার বাসিন্দা, আলোকচিত্রে সবিশেষ উৎসাহী। তিনি ২০১৬ সালের পারি ফেলো। তিব্বত মালভূমির যাযাবর মেষপালক রাখালিয়া জনগোষ্ঠীগুলির জীবন বিষয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী দস্তাবেজি প্রকল্পের সঙ্গে যুক্ত।
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।